নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া আদর্শ একাডেমি (সাবেক আয়েশা একাডেমি)-এর বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ জানুয়ারি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার সহযোগিতায় সাফারি পার্ক, গাজীপুরে দিনব্যাপী এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের নেতৃত্ব দেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা এস এম আরিফুল হাসান, একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া, শিক্ষা সফরের সার্বিক দায়িত্বে ছিলেন একাডেমির শিক্ষক ইসরাত জাহান নায়না। শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে ছিলেন একাডেমির শিক্ষক ফেরদৌসী আক্তার ও সুমি আক্তার। শিক্ষা সফরে পার্ক পরিদর্শনে শিক্ষার্থীরা বাঘ, ভালস্নুক, হরিণ, সিংহ, ময়ূর, উটপাখি, কুমির, সাপ, হাতি, জলহস্তী, বানর, পাখি ইত্যাদি দেখে খুবই আনন্দ উপভোগ করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও আনন্দ উপভোগ করেন। তাছাড়া, শিক্ষা সফরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য মনি আক্তার, তাসফিয়া আক্তার, ইসরাত জাহান নিপা, জামি, সিনহা প্রমুখ অংশগ্রহণ করেন। সব মিলিয়ে শালুরদিয়া আদর্শ একাডেমির ২০২৫-এর শিক্ষা সফর সুন্দর ও আনন্দময়ভাবে সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম শিবপুর, নরসিংদী