আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। টানা ছয় সপ্তাহ চলা এ সংঘাতে আরো ১০০ জনের বেশি সেনা নিখোঁজ রয়েছে বলেও আজ বৃহস্পতিবার জানানো হয়।
এর আগে ১৯৯০ এর দশকে নাগোরনো-কারাবাখ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। আর সে যুদ্ধে জয়ী হয় আর্মেনিয়া।
সেপ্টেম্বরের পর থেকে নাগোরনো-কারাবাখে যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি দেশটি।
এদিকে আর্মেনিয়া তাদের সামরিক বাহিনীর নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। তবে নভেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩১৭ জন সেনা সদস্য নিহতের কথা জানিয়েছিলেন।
১০ নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এ চুক্তিতে মধ্যস্থতা করে রাশিয়া। এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছিল আর্মেনীয়রা। সূত্র: আলজাজিরা
যাযাদি/এমডি/৮:১৯পিএম
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd