সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিক্ষার্থী নিহত

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২১, ১০:২৯

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিক্ষকসহ আরও ছয়জন। স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

হামলার ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। সেখানে বলা হয়, হামলার পর ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে। হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে