মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে শিবালয় উপজেলার দাশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩টি ড্রেজার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জর মোশারফ হোসেন (৪৪), মো. রনি (২২), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), মুন্নু শেখ (২৮), টাঙ্গাইলের রুবেল মন্ডল (২৯), সুজন চক্রবর্তী (৪৮), মো. আবুল কালাম (৩৬), টিটু মন্ডল (৩৩), রাজবাড়ী জেলার মো. আইয়ুব শেখ (২৬), নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১) চাঁদপুর জেলার রনি (২৬), রিয়াজুল ইসলাম (২৮), পটুয়াখালী জেলার নুরুজ্জামান (৩৫), শরিফুল খান (২৩) ও ভোলা জেলার মো. হোসেন (২৩) এবং আ. রহিম।
জানা গেছে, পদ্মা নদীর বুকে জেগে উঠা চরে অবৈধ ড্রেজার বসিয়ে এক শ্রেণির বালু ব্যবসায়ী চক্র রাতের অন্ধকারে পলি মাটি কেটে নিচ্ছে।
প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আবার তারা বালু কাটা শুরু করে। শনিবার রাতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ডের ও নৌ-পুলিশ যৌথ অভিযানে ১৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার ও মাটি কাটার ৩টি ড্রেজার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, অবৈধ ভাবে মাটি কাটায় জড়িতদের আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়া, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দেয়া হয়েছে