সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪

যাযাদি ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪

পেরুতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। বাসটি রাতের বেলা পেরুর হুয়ানকায়ো থেকে হুয়ান্তা শহরের মধ্যবর্তী আন্দিজ পর্বতমালার রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেন, মহাসড়কের যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে সেটি এক মাস আগে ভ‚মিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু পরে তা আর মেরামত করা হয়নি।

দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দমকল কর্মীরা আহত লোকজনকে সেখান থেকে উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।

পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে বেলা এবং পাহাড়ে অবস্থিত হাইওয়েগুলোতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আন্দিয়ান দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে