বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

গাজায় ৫ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল

যাযাদি ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েক জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। চুক্তিসংশ্লিষ্ট বেশ কয়েক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাস চলমান যুদ্ধে পাঁচ দিনের বিরতির বিনিময়ে গাজায় জিম্মি হওয়া কয়েক ডজন নারী ও শিশুকে মুক্ত করতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে।

আরও বলা হয়, যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি মুক্তির বিষয়ে ছয় পৃষ্ঠার একটি চুক্তিনামাও তৈরি হয়েছে। কোন বাধা তৈরি না হলে আগামী কয়েকদিনের মধ্যেই জিম্মি মুক্তি শুরু হতে পারে।

চুক্তিতে বলা হয়েছে পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সব পক্ষ সব ধরনের হামলা ও অভিযান স্থগিত রাখবে এবং প্রতি ২৪ ঘন্টায় ৫০ বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

তবে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, "জিম্মিদের বিষয়ে, অনেক অপ্রমাণিত গুজব, অনেক ভুল প্রতিবেদন রয়েছে। আমি এটি পরিষ্কার করতে চাই যে এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যখন এটি হবে আমরা এটি সম্পর্কে আপনাদের জানাব।"

এদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন যে, ইসরায়েল এবং হামাস এখনও কোন অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছায়নি তবে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে কাজ চালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও এতদিন তা আমলে নেয়নি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে