শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : ম্যাথিউ মিলার

যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : ম্যাথিউ মিলার

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা আগেই স্পষ্ট করেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। যা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশি সরকারের সাথে আলোচনার ক্ষেত্রেও এটিই মূল বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত ‘সন্ত্রাসবাদ’ বিষয়ক প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয় মিলারকে। বাংলাদেশের নির্বাচন ঘিরে সহিংসতার জেরে, জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কার কথা জানান সাংবাদিক। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি মিলার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে