মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৯ জন নিহত 

যাযাদি ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২৪, ১২:২১
ছবি সংগৃহিত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে উত্তেজনা। এর মধ্যে দখলদার ইসরাইলী বাহিনী লাগাতার বিমান হামলা করেই যাচ্ছে অবরুদ্ধ গাজায়। এতে করে প্রতিদিন রক্ত ঝরছে ফিলিস্তিনিদের। আজ তারা ৮৯ নিরিহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত ছয়মাসে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২০ জন। শুক্রবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের দখলদার বাহিনী আজ গাজায় আটটি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ হয়েছেন এবং ১২০ জন আহত হয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৩ হাজার ৬৩৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজার ২১৪ ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল বাহিনী পাঠায় ইসরায়েল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে