বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাবা তোমাকে অনেক ভালোবাসি : ইভাঙ্কা

যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ১০:৩১
ডোনাল্ড ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প- ফাইল ফটো

গতকাল এক নির্বাচনী শোভাযাত্রায় গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। সে সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারি নিহত হয়। সমাবেশে উপস্থিত আর এক ব্যাক্তি নিহত হয়। এদিকে ট্রাম্প গুলিবিদ্ধ হবার ঘটনায় তার সন্তানরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে ইভাঙ্কা।

জানা যায়, নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা।

এতে তিনি বলেছেন, “পেনসিলভানিয়ার বাটলারে আজকের নির্বোধ সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ আমার বাবার জন্য এবং অন্যান্য আহতদের জন্য ভালবাসা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

এতে তিনি আরও বলেন, “আমি সিক্রেট সার্ভিস এবং অন্যান্য সকল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তাদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি আমাদের দেশের জন্য প্রার্থনা করছি।”

“তোমাকে অনেক ভালোবাসি বাবা, আজ এবং সব সময়,” পোস্টের শেষ দিকে যোগ করেন ইভাঙ্কা। সূত্র: বিবিসি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে