সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

এবার লেবাননে ভয়াবহ হামলা শুরু ইসরাইলের

যাযাদি ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ১৩:০৯
আপডেট  : ২৮ জুলাই ২০২৪, ১৫:২২
ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা - ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের ঈঙ্গিত দিচ্ছে লেবাননে দখলদার ইসরাইয়েল লাগাতার বোমা হামলা। গতকাল ইসরাইলের দাবি লেবা লেবাননের হিজবুল্লাহ সদস্যরা হামলা করেছে। এতে অনন্ত ১২ জন নিহত হয়। এরপর ইসরাইল লাগাতার হামলার ঘোষণা দেয়।

জানা যায়, দক্ষিণ ও পূর্ব লেবাননের গ্রাম এবং শহরগুলোতে বোমাবর্ষণ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এর আগে, ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিভাগেই শিশু ও কিশোর। তারা একটি মাঠে খেলা করছিল বলে দাবি করা হয়েছে।

ইসরাইল দাবি করেছে, লেবানন-ভিত্তিক হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় ৩০টি ‘প্রজেক্টাইল’ সেখানে আঘাত হানে। এই ঘটনা ওই এলাকার উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করেছে। গত প্রায় ১০ মাস ধরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মতি গোলা বিনিময় হচ্ছে।

ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছে। ইসরাইল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির উত্তরে মাজদাল শামস গ্রামে হামলাটি হয্ এখানে একটি বিশাল দ্রুজ সম্প্রদায় বাস করে।

গোলান মালভূমিতে প্রায় ২০ হাজার দ্রুজ আরব এবং প্রায় ৫০ হাজার ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী বাস করে। বেশিভাগ দ্রুত নিজেদের সিরিয়ান হিসেবে দাবি করে, তারা ইসরাইলি নাগরিকত্ব প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এলাকাটি ছিনিয়ে নেয়। ১৯৮১ সালে এটিকে তারা নিজেদের অংশ করে নেয়। তবে আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটিকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে।

শনিবার যেসব স্থান আক্রান্ত হয়েছে, তার মধ্যে একটি ফুটবল মাঠও রয়েছ্ এখানে শিশু ও কিশোররা ফুটবল খেলছিল বলে দাবি করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, এটি ৭ অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ হামলা।

সূত্র : আল জাজিরা, সিএনএন, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে