বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ভারত-পাকিস্তান উত্তেজনা

পাকিস্তান প্রথম হামলা করবে না পিছুও হটবে না : ইসাক দার

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৫, ১৪:৫৭
পাকিস্তান প্রথম হামলা করবে না পিছুও হটবে না : ইসাক দার
ইসাক দার

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সামপ্রতিক উত্তেজনার জেরে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে।

তবে যদি এ আশঙ্কা সত্য হয়, সেক্ষেত্রে প্রথম আঘাত পাকিস্তান করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে যুদ্ধ যদি শুরু হয়েই যায়, তাহলে পাকিস্তান পিছু হটবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্ট সিনেট অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসাক দার জানান, ভারত ও পাকিস্তানের সা¤প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দানা বেঁধে উঠতে থাকায় উদ্বেগ বোধ করছে আন্তর্জাতিক বিশ্ব। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজন, কুয়েত, বাহরাইন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন করে তাদের উদ্বেগ প্রকাশও করেছেন।

“আমি তাদের বলেছি যে এই পরিস্থিতিতে প্রথম হামলা কখনও পাকিস্তানের পক্ষ থেকে হবে না। তবে যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়, তাহলে পাকিস্তান পিছু না হটবে না।”

সিনেট অধিবেশনে ইসাক দার সা¤প্রতিক পেহেলগাম হামলার ঘটনার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনা ভারতের পূর্ব পরিকল্পিত কী না সে সংক্রান্ত সংশয়ও প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এর আগে যখন ২০১৯ সালের ফেব্রæয়ারিতে পুলোয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল, সে সময়ও এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল ভারত এবং এ ঘটনার কিছুদিন পর সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসিত রাজ্যের মর্যাদা বিলুপ্ত করেছিলো।”

“সমপ্রতি পেহেলগামে যে হামলার ঘটনা ঘটল, তার জেরে ভারত সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করেছে। অর্থাৎ এক্ষেত্রে চুক্তি স্থগিতের জন্য অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে পেহেলগাম হামলাকে। আমার সন্দেহ হচ্ছে যে পেহেলগামের এই হামলা কি সত্যিই জঙ্গি হামলা ছিল না কি কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত কোনো ঘটনা এটি?” গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভ‚মিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এ হামলাকে ঘরে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে।

এই আবহেই গতকাল মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাতের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে