আজ রবিবার (২৫ মে) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ৩ জনের মৃত্যু এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ড্রোন হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর হলোসিভস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুন ধরে যায়, ধ্বংস হয় ভবনের বাইরের অংশ। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো এ তথ্য জানিয়েছেন।
এছাড়া হামলায় একটি ব্যক্তিগত বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে খারকিভ, মাইকোলাইভ ও টেরনোপিলসহ ইউক্রেনের আরও কয়েকটি বড় শহরে বিস্তৃত হয় রুশ আক্রমণ।
এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘রাশিয়া প্রতিদিন নতুন নতুন ভয়াবহতা ঘটাচ্ছে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এর বিরুদ্ধে বিশ্বের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন।’
অন্যদিকে শুক্রবার (২৩ মে) রাতেও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায় রাশিয়া।
যাতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৫ জন আহত হন।
এদিকে মস্কো জানিয়েছে, তারা গত ৪ ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।