শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পবিত্র রমজান শুরু হলো তারাবি নামাজের মধ্য দিয়ে

যাযাদি ডেস্ক
  ২৪ মার্চ ২০২৩, ০৪:১৮
ছবি যাযাদি

বৃহস্পতিবার রাতে রাজধানীসহ সারাদেশের মসজিদে ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়। শুক্রবার প্রথম রমজান। তাই সবাই মসজিদে ভিড় জমান তারাবি পড়ার জন্য।

প্রথম তারাবির নামাজ পড়ার মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের ইবাদাত বন্দেগি শুরু করলেন দেশের মুসলিমরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার নামাজ আদায়ের পর শুরু হয় এ বছরের প্রথম তারাবি।

খতম তারাবিতে বায়তুল মোকাররম মসজিদে ব্যাপক মুসল্লির সমাগম দেখা গেছে। এছাড়াও রাজধানীর প্রতিটি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল।

প্রথম তারাবি পড়তে পেরে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। নামাজের পর পুরো মাস ইবাদাত করার প্রার্থনা করেন তারা। এছাড়া মুসলিম জাহান ও দেশের শান্তি ও শৃঙ্খলায় দোয়া মোনাজাত করা হয়। তারাবির নামাজের পর শেষ রাতে প্রথম সেহেরি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে