প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মুসলিমরা। আর সেই নামাজ ইচ্ছেমত সময়ে পড়লে হবে না। নামাজের নির্ধারিত সময় আছে। সময় অনুযায়ী নামাজ পড়তে হবে। দিনের তিনটি সময় পড়া হারাম। সূর্য ওঠার সময়, যখন মধ্যস্থানে থাকবে তখন আর যখন ডুববে। নামাজ বলতে আমরা আল্লাহর উদ্দেশে নিজেদের সমর্পণকে বুঝি।
প্রত্যেক মুসলমানের জন্য দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ বা অবশ্যকর্তব্য। নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেয়া হয়েছে এবং নামাজের কোনো কাফ্ফারা বা বদলা হয় না। সোমবার, ২০ মে ২০২৪ ইংরেজি, ৬ জৈষ্ঠ ১৪৩০ বাংলা, ১১ জিলকদ ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি
> ফজর- ৩:৫২ মিনিট।
> জোহর- ১১:৫৯ মিনিট।
> আসর- ৪:৩৩ মিনিট।
> মাগরিব- ৬:৪০ মিনিট।
> ইশা- ৮:০১ মিনিট।> আজ সূর্যাস্ত- ৬:৩৭ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-
বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
যাযাদি/ এস