বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজারে যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
  ০৮ জুন ২০২৪, ১৮:১৬
ছবি-যায়যায়দিন

মৌলভীবাজারে পাঠক নন্দিত যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যায়য়ায়দিন ফ্রেন্ডস ফোরাম,মৌলভীবাজার’র আয়োজনে শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে। যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটির সদস্য সচিব শিমুল বোনার্জী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম,মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, ফ্রেন্ডস ফোরাম,জেলা আহবায়ক এম মুহিবুর রহমান মুহিব প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, শিক্ষক মাওঃ মকবুল হোসেন, সাংবাদিক মু.ইমাদ উদ-দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আশরাফ আলী , মইনুল ইসলাম, ফ্রেন্ডস ফোরামের যুগ্ন আহবায়ক খছরু চৌধুরী, সদস্য আলমগীর হোসেন, শেখ কাদের আল হাসান,আমিরুল ইসলাম শাহেদ, আবু তালেব চৌধুরী, খিজির মোঃ জুলফিকার, যুক্তরাজ্য প্রবাসী ফরিদ আহমদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের ভূইয়সী প্রশংসা করে বলেন, পাঠক নন্দিত যায়যায়দিন সেই শিক্ষা জীবন থেকে পড়ে আসছি। আজো পত্রিকাটি তার মর্যাদা অক্ষুণ্ন রেখে পথ চলছে।

বিশেষ করে মৌলভীবাজারের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্থরের মানুষ ও সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যায়যায়দিন লিখে সমাজ ও রাষ্ট্রকে জানান দিচ্ছে।

তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন অবদান রাখতে গিয়ে কোন পত্রিকার নাম যদি উচ্চারণ করা হয়, তবে যায়যায়দিনের নাম আগের কাতারে আসবে। তারা যায়যায়দিনের আরো উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে কেক কেটে আগত অতিথিদের মুখে তুলে খাওয়ানো হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে