দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে খুলনার রূপসা উপজেলায় ১৯ বছরের পদার্পদ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেককাটা, র্যালি, দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে যায়যায়দিনের উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিব।
যায়যায়দিনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের শারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল কুমার দাস, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি সদস্য আনিসুর রহমান মিঠু, ওয়াহিদুজ্জামান মিন্টু, শেখ মাসুম, বিনয় কৃষ্ণ হালদার, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মো. মঈন উদ্দিন, ইন্তাজ মোল্লা, জুলফিকার আলী,আব্দুল জব্বার সরদার, যুবলীগ নেতা জসিম উদ্দিন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, ইমন গাজী, ছাত্রলীগের আরিফুর ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, হুমায়ুন কবির প্রমুখ।
যাযাদি/ এসএম