বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মাওলানা আমির হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট 

যাযাদি ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ১৩:২০
মাওলানা আমির হামজা -ফাইল ছবি

রাজধানীর দারুস সালাম থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমির হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছর কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক কাজী মিজানুর রহমান গত ২৮ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

বুধবার (৩ এপ্রিল) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয় জানা গেছে।

চার্জশিটভূক্ত অপর আসামিরা হলেন- মেহেদী হাসান, অলিউন নবী সবুজ, মো. কাদের কিবরিয়া সাগর ও এম যুবায়ের আহমেদ।

মো. আসাদুজ্জামান আসাদ, তাসনিমুল করিম রিজভী ও আব্দুল্লাহ আল আমিনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

২০২০ সালের ২৪ অক্টোবর কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলাটি করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে