বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জার্মানিতে কি বাল্যবিয়ে হয়?

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ১২:৫৪
জার্মানিতে কি বাল্যবিয়ে হয়?
বাল্যবিয়ে । ছবি: সিএনএন

জার্মানে কারও বাল্যবিয়ে হলে আপনা-আপনিই ওই বিয়ে বাতিল হয়ে যাওয়ার আইন রয়েছে।

তবে বাস্তব চিত্র আলাদা। বিশ্বের অন্যতম উন্নত দেশ জার্মান। সে দেশের নিয়ম অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর ধরা হয়।

২০১৭ সালের ২২ জুলাই -তে এ সংক্রান্ত আইন পাস করা হয়। কিন্তু আইন করে কি বাল্যবিয়ে বন্ধ করা গেছে?

জার্মানের নারী অধিকার গোষ্ঠী টেরে ডেস ফেমেস-এর গবেষণায় বলা হয়েছে, ‘‘আইনটি কার্যকর হওয়ার পর সারা দেশে কমপক্ষে ৮১৩টি বাল্যবিবাহ নিবন্ধিত হয়েছে, এর মধ্যে মাত্র ১০টি বাতিল করা হয়েছে৷ এই আইন অনুযায়ী, কম বয়সের কারও বিয়ে দেয়া হলে আপনাআপনি বাতিল হয়ে যাওয়ার কথা৷’’

টেরে ডেস ফেমেসের বিশেষজ্ঞ মনিকা মিশেল বলেন, ‘‘পরিসংখ্যানগুলো সংকলন করা খুব কঠিন ছিল৷ আমরা বিশ্বাস করি, পরিসংখ্যানগুলোর চেয়ে বাল্যবিবাহের আসল সংখ্যা আরও অনেক বেশি৷ আমাদের ধারণা হলো, প্রতি সপ্তাহেই জার্মানিজুড়ে বাল্যবিয়ে হচ্ছে৷’’ সূত্র: ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে