শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা( খুলনা)  প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৯:০৮
পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যায়যায়দিন

পাইকগাছা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জুলাই খুলনায় ওলামা দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আবু মুছা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু মুছা, আরিফ হোসেন, কামাল হোসেন, দিপংকর অধিকারী, ওলামা দলের কারী ইদ্রীস আলী, মাওলানা শাহিন আলম, নাজমুস সাদাত, হাফেজ খালিদ হাসান, হায়দার আলী, শফিকুল ইসলাম, আমির আলী, ওহাব আলী পাড় ও কারী মাহবুবুল আলম।

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের রুহের মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে