মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়: প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২২, ১২:০৭
সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়: প্রধানমন্ত্রী
সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কথা বলার চেয়ে, একটা কবিতা, একটা নাটক, সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছানো যায়। কবিতার শক্তি অনেক।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‌দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কবি আবৃত্তিকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানে সশরীরে যেতে পারলে ভালো লাগতো। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে আমার যাতায়াত সীমিত। এছাড়া একটু পরই সংসদ অধিবেশনে যোগ দিতে হবে।

তিনি বলেন, আবৃত্তি উৎসব আয়োজন করায় আমি অনেক আনন্দিত। আমি নিজেও এমন উৎসবে বহুবার গিয়েছি। পেছনের সারিতে বসেছি।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে