বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

অভ্যন্তরীণ রুটে কমেছে বিমানের ভাড়া

যাযাদি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৩, ২০:২৫

রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে ৭টি গন্তব্যে ভাড়া কমিয়েছে । তবে, সেটি সব সময়ের জন্য নয়।

চলমান রমজান মাস উপলক্ষে ‘রমাদান অফার’ নামে সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স।

জানা গেছে, রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এই সেবা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে