রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের বহুতল ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৭ বান্ধবী রয়েছেন বলে জানা গেছে। তারা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তবে তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
৭ বান্ধবীর লাশ রাখা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গের সামনে। সেখানে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা। তারা ৭ বান্ধবী মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।
এদিকে, এ ঘটনায় একই পরিবারের ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন স্বামী-স্ত্রী এবং তাদের দুই মেয়ে ও এক ছেলে।
এদিকে আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহনাজ পারভীন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত নামের এক যুবক নিহত শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বহুতল ভবনের একটি ফ্লোরে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। রেস্টুরেন্টে আসা শতাধিক মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বাঁচাও বাঁচাও চিৎকারে সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভবনে আটকে পড়ে যায় খেতে আসা মানুষ।
যাযাদি/ এস