শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

রাজধানীতে হঠাৎ ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে আগুন

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২৪, ১৪:১৮
ছবি-যায়যায়দিন

হঠাৎ করে চলন্ত মাইক্রোসে আগুন ধরে যায়। গাড়ীর চালক দ্রুত গাড়ী থেকে নামতে পারলেও গাড়ীটি পুরোপুরি পুড়ে যায়। গাড়ীর পেছনে থাকা সিলেন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান ড্রাইভার।

জানা যায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে ফায়ার সার্ভিস সূত্রে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায় ঘটনাস্থলে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

এ সময় কিছু সময়ের জন যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আগুন নিভানোর পর আবার যান চলাচল শুরু হয়।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক বাইরে বের হয়ে আসেন। আগুনে তার কোনো ক্ষতি হয়নি।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক বাইরে বের হয়ে আসেন। আগুনে তার কোনো ক্ষতি হয়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে