শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

টি এন্ড টেলস: এক অনন্য সাহিত্য বিকেল

যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৪, ১৪:২৩
ছবি : যায়যায়দিন

আজ উত্তরার বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউস পরিণত হয়েছিল সাহিত্যপ্রেমীদের মিলনমেলা ‘টি এন্ড টেলস’ শীর্ষক এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি আলতাফ হোসেন এবং খ্যাতিমান অনুবাদক ও প্রাবন্ধিক খালিকুজ্জামান ইলিয়াস, যারা তাঁদের অনবদ্য সাহিত্যকর্ম দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

কবি আলতাফ হোসেন তাঁর সাম্প্রতিক কবিতা সংকলন থেকে আবৃত্তি করেন, যেখানে উঠে আসে আত্মপরিচয় এবং মানবিক অভিজ্ঞতার গভীর দিকগুলো। এরপর লেখক খালিকুজ্জামান ইলিয়াস তাঁর আলোচিত বইয়ের অংশবিশেষ পাঠ করেন, যেখানে সমাজ এবং ইতিহাসের পরিপ্রেক্ষিতে তিনি তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীরা লেখকদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন, যেখানে উঠে আসে লেখনশৈলী, সাম্প্রতিক সাহিত্য প্রবণতা এবং বাংলা সাহিত্যের পরিবর্তনশীল গতিপ্রকৃতির নানা দিক। চা-চক্র এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত অতিথিরা লেখকদের কাছ থেকে তাঁদের স্বাক্ষরিত বই সংগ্রহ করার সুযোগ পান।

পূর্ণ প্রেক্ষাগৃহের সান্নিধ্যে ‘টি এন্ড টেলস’ সত্যিই এক অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিল। এমন আরও অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গেই থাকুন, বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউসে যেখানে চা, গল্প আর বইপ্রেমের পরিবেশ সবসময় বিরাজমান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে