বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আশিয়ানের নজরুলের বিরুদ্ধে বিএনপি নেতা হত্যা মামলা ডিবিতে স্থানান্তর

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ২১:৪১
আশিয়ানের নজরুলের বিরুদ্ধে বিএনপি নেতা হত্যা মামলা ডিবিতে স্থানান্তর
ছবি: যায়যায়দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৮ নং ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক কাউসার দেওয়ান হত্যা মামলা মাহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে স্থানান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ৮দিন পার হলেও এই বিএনপি নেতা হত্যা মমলার প্রধান আসামী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াসহ প্রভাবশালীরা ধরা ছোয়ার বাইরে থাকায় বাদীর আবেদনের প্রেক্ষিতে গত সোমবার মামলটি ডিবিতে স্থানান্তর করা হয়।

অন্যাদিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে কর্মসুচীতে যাচ্ছে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ জানুয়ারি রাজধানীর খিলক্ষেতে আশিয়ান গ্রুপের সন্ত্রাসীদের হামলায় নিহত হন বিএনপি নেতা কাউসার দেওয়ান। এই ঘটনায় ওই দিনরাতে খিলক্ষেত থানায় মামলা করেন নিহতের বোন মোর্শেদা খাতুন। মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, আনোয়ার হোসেন দেওয়ান, জামাই আনোয়ার, জিহাদ, শাহীন ভুঁইয়া, জাহিদুল ইসলাম ভুঁইয়া, সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ১৫ জন ছাড়াও অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করা হয়।

মামলার দুই নম্বর আসামী আনোয়ার হোসেন দেওয়ানকে পুলিশ গ্রেফতার করলেও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন প্রধান নজরুলসহ অন্যরা। তারা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভুগি পরিবারের। বিষয়টি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে অবহিত করলে গত ২০ জানুয়ারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলাটি ডিবিতে স্থানান্তর করে। খিলক্ষেত থানার মামলা নং ১২, তারিখ ১৪/০১/২০২৫।

মামলার এজহারে অভিযোগ করে বলা হয়, নজরুল ইসলাম ভুঁইয়া, তার ভাই জাহিদুল ইসলাম ভুঁইয়া ও সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা ৩০০ ফিটের পাশে স্বদেশ প্রপার্টিজের স্বর্ণালী প্রজেক্টে কর্মরত লোকদের দা ও চাপাতি দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকে।

হামলায় স্বর্ণালী প্রজেক্টের অনেকেই আহত হয়। এদের মধ্যে বিএনপি নেতা কাউসার দেওয়ানকে এলোপাতাড়ি কোপালে তাকে এভারকেয়ার হাসপতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুক্তভুগিদের অভিযোগ, নজরুল বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগে সঙ্গে মিলে হত্যা, জমি দখল,নারী নির্যাতনসহ নানা অপকর্মে লিপ্ত ছিলো। সাবেক মন্ত্রী সাহারা খাতুন, সাবেক এমপি হাবিব হাসান, খসরু চৌধুরীসহ যাখন যে ঢাকা ১৮ আসনের এমপি ছিলেন তাকে ম্যানেজ করে এসব অপকর্ম করতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২৩ টি মমলা রয়েছে। এরমধ্যে জুলাই আগষ্টে ছাত্র হত্যা মামলার রয়েছে ১৩টি।

এদিকে দলের নেতা কাউসার হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের কর্মসুচী দিবে বলে জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে