সোমবার, ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

রাজধানীতে আটক বিএনপির ৫৪ নেতাকর্মী

যাযাদি ডেস্ক
  ২০ মার্চ ২০২৩, ১৬:২৩

রাজধানীর বনানী ক্লাবে গোপন বৈঠককালে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য সেখানে গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় গোয়েন্দা ডিবি পুলিশের সঙ্গে বনানী থানা পুলিশও ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ৫৪ জনকে গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে