সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ২৬ মে ২০২৩, ১৬:৪৪
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলার অভিযোগ
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলার অভিযোগ

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরের দিকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আব্দুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে