দীর্ঘ সময় পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ নাঈম উদ্দীন মাহফুজকে সভাপতি ও মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া একই দিনে আনিসউজ্জামান আবিদকে আহ্বায়ক করে বাঁশখালী পৌরসভার ৪৪ সদস্য বিশিষ্ট ও কায়জাসেদ চৌধুরী প্রমিকে আহ্বায়ক করে সরকারী আলাওল কলেজ শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পদ পাওয়া ছাত্রলীগ নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ করান শুভাকাঙ্ক্ষীরা। পদ পাওয়া নেতাকর্মীদের আনন্দ মিছিল করতেও দেখা যায়।
দায়িত্ব পাওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেকোনো জাতীয় আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থাকব। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশের স্বার্থে কাজ করে যাব। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকব। স্মার্ট ছাত্রলীগ গঠনে নিয়মিত কাজ করে যাব।'
উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম উদ্দীন মাহফুজ বলেন, ‘বঙ্গবন্ধুর ছাত্রলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ছাত্রলীগ গঠনে আমরা কাজ করে যাব। বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আমাদের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর হাতকে শক্তিশালী করব।'
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন বলেন, ‘আগামী এক বছরের জন্য বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে এই নতুন নেতৃত্ব আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে দুমড়ে মুচড়ে এগিয়ে যাবে তারা।'
যাযাদি/ এস