ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি সভাপতি ও মো. আবদুল মান্নান মন্ডলকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধার দিকে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে দলের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটির নাম ঘোষণা করেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আব্দুর রশিদ সরকার।
জাতীয় পার্টির উপজেলা সদস্য সচিব মো. আবদুল মান্নান মন্ডলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোশেনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মেজর ( অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ( আদেল) এমপি, ভাইস চেয়ারম্যান এস. এম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ- সভাপতি মো: আনছার আলী সরদার, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, উপজেলা কৃষক পাটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুব সংহতির সভাপিতর মো. সাইদুর রহমান, সেচ্ছাসেবক পাটির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু ও ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
যাযাদি/ এস