সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করেছেন : আরিফ খান জয়

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩
শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করেছেন : আরিফ খান জয়
শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করেছেন : আরিফ খান জয়

নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে^ উন্নয়নের উন্নয়নের রোল মডেল। গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

নেত্রকোনার বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াসী। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেলসহ সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে বিএনপি-জামাত দিশেহারা।

আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামাত নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করলে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। আওয়ামীলীগ সরকার বার বার দরকার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে