বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন চৌধুরী মোহাম্মদ গালিব 

রিয়াদুল ইসলাম রিয়াদ, বাঁশখালী, চট্টগ্রাম
  ২০ নভেম্বর ২০২৩, ১০:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নৌকা প্রতীকে লড়তে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিন সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালীর সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহ সভাপতি মরহুম এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর পুত্র। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ’ পদত্যাগ পত্রটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, আবেদন গৃহীত হলে পদত্যাগ কার্যকর হবে।'

এ ব্যাপারে চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরী এই বাঁশখালীর সেবক ছিলেন। জীবনের প্রায় সময় রাজনীতিতে ব্যায় করেছেন। সব সময় তিনি বাঁশখালীবাসীর পাশে ছিলেন। একজন মুক্তিযুদ্ধোর সন্তান হিসেবে আমিও স্বাধীনতার বাহক বাংলাদেশ আওয়ামী লীগের অংশ হতে চাই। বাবার মত সংসদে পা রেখে বাঁশখালীবাসীর সেবা করতে চাই। প্রতিটি ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছিলেন, আমি তাতে বিপুল ভোটে জয়লাভ করেছি। ইনশাআল্লাহ, আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা প্রতিক) পেলে এবারও বিপুল ভোটে জয়লাভ করব।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে