শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

দুপুরে নানির মৃত্যু : বিকালে আটক ঢাবি ছাত্রদল নেতা

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৩, ১৪:৫১
দুপুরে নানির মৃত্যু : বিকালে আটক ঢাবি ছাত্রদল নেতা

নানীকে শেষ বারের মতো দেখা হলো না ছাত্রদলনেতা তানভীর হাসানের। কারণ নানীর মৃত্যু খবর পাওয়ার পর বাড়ী যাবার আগেই তাকে পুলিশ আটক করে। তাই আর বাড়ী যাওয়া হয়নি। তিনি এখন কারাগারে।

জানা যায়, গতকাল দুপুরে নানীর মৃত্যুর পর বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যায় কারাগারে ঠাঁই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো: তানভীর হাসানের।

জানা যায়, তানভীর হাসানের নানি রোববার দুপুরে গ্রামের বাড়িতে মারা যান। সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু দুপুরের পর পিজি হাসপাতাল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মসূচি শেষে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং নির্যাতন করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আটক করে জেল হেফাজতে পাঠায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে