শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমার বিজয় সুনিশ্চিত: স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩২
আমার বিজয় সুনিশ্চিত: স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু

জনগণের উদ্দেশ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, যদি মনে করেন একটা ভোটের জন্য আগামী পাঁচ বছর আপনারা সাফার (ভোগান্তি পোহাবেন) করবেন, তাহলে আমাকে ভোট দিবেন না। আর যদি মনে করেন পাঁচ বছর ভাল থাকবেন তাহলে আগামী ৭ জানুয়ারি আপনার একটা ভোট আমার ট্রাক প্রতীকে দিবেন। আমার বিজয় সুনিশ্চিত। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় সিঙ্গাইর পৌরসভার ৩ নং ওয়ার্ডে সাবেক মেয়র মীর মো: শাহজাহানের বাড়িতে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন সন্ধার পর পৌর সভার ১.২ ও ৩ নং ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাবেক পৌর মেয়র মীর মো: শাহজাহানের বাড়িতে জড়ো হন বহু নারী পুরুষ। শুরু হওয়ার আগেই নির্বাচনী সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাড়িতে তিল ধারণের ঠাঁই ছিল না। এক পর্যায়ে বাড়ি ছাপিয়ে রাস্তায় অবস্থান নেন মানুষ। এসময় দেওয়ান জাহিদ আহমেদ টুলুর জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো সভাস্থল।

রাত ৮ টার দিকে সাবেক পৌর মেয়র মীর মো: শাহজাহানের সভাপতিত্বে শুরু হয় সভা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, দেওয়ান জিন্নাহ লাটু, শওকত হোসেন বাদল, আবুল হোসেন, দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মেয়ে দেওয়ান ইলমা আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার।

পৌরসভার প্যানেল চেয়ারম্যান সমেজ উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াছ হোসেন লিটন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, কামাল হোসেন ও সাবেক কাউন্সিলর মীর কায়সার আহমেদ ও স্থানীয় জাতীয় পার্টির নেতা সালাহ উদ্দিন খোকা প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিপুল পরিমান মানুষ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে