শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘাটাইলে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনি মাঠ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ১০:২৮
ঘাটাইলে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনি মাঠ

টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা । দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের চোখের ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করছে।বিভিন্ন জায়গায় সভা সমাবেশ ব্যস্ত সময় পার করছে।আবার অন্যদিকে মহিলা ভোটারদের উজ্জীবিত করতে বাড়ি বাড়ি উঠান বৈঠক হচ্ছে।বিভিন্ন দলের ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোট প্রার্তনা করছে।

কেননা এই উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশী।তাইতো তাদের ভোট আদায় করার জন্য বিভিন্ন উন্নয়ন মুলক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অন্যান্য উপজেলা থেকে সমৃদ্ধ হওয়ার কারনে সবার নজর এখন ঘাটাইল উপজেলা দিকে।এ উপজেলা আয়তন ৪৫৯.৩০বর্গকিঃ আয়তনের ১৪ইউনিয়ন ১টি পৌর সভায় মোট জনসংখ্যা ৪৩৪৩০০জন। মোট ভোটার সংখ্যা ২৮৬২০৭জন পুরুষ ভোটার সংখ্যা ১৪১৬২৪ জন এবং মহিলা ১৪৪৫৮৩জন।তাইতো ঘাটাইল উপজেলায় আসন দ্বাদশ সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।

একদিকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

ভোটের মাঠে তিনি যোগ্যতায় হেভিওয়েট প্রার্থী ।তাকে বিপুল ভোটে জেতানোর জন্য নাট্য জগতের শিল্পি সমাজ আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নির্ঘুম রাত কাটিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে।

বিজয়ের বিষয়ে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান জানান আমি বিজয়ী হলে সন্ত্রাস, চাদাবাজ,মাদকমুক্ত সহ ঘাটাইল উপজেলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা।

অপরদিকে হেভিওয়েট স্বতন্ত্রপার্থী ঈগল প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, গরীবের বন্ধু নামে খ্যাত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। তিনি জানান যদি জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে স্থানান্তরিত আইটি পার্ক ঘাটাইলে পুনর্বহালের জন্য জাতীয় সংসদে দাবী জানাবো।এমন কি আধুনিক ঘাটাইল হিসেবে প্রতিষ্ঠিত করবো।

জাতীয় পার্টি মনোনীত সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা জাতীয় পার্টিও সদস্য, আব্দুল হালিম রনি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল হালিম রনি,তিনি জানান আমি জয়ী হলে ঘাটাইল উপজেলা কে উন্নত উপজেলা হিসেবে রুপান্তর করবো ।

অপরদিকে ১৪দলীয় জোট বাংলাদেশ সাম্যবাদী দল মনোনীত প্রার্থী চাঁকা প্রতিক নিয়ে কমরেড সাখাওয়াত হোসেন সৈকত, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে।

অপরদিকে বিএনএম মনোনীত মোঃ জাকির হোসেন নোঙ্গর প্রতীক নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছ।

টাঙ্গাইল জেলা পিপলস পার্টি সাধারণ সম্পাদক মোঃ হাসান মামুন আম প্রতিক নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট প্রার্থনা কওে যাচ্ছে ।

নির্বাচন সুষ্ঠ হওয়ার বিষয়ে সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার(ইউএন)ইরতিজা হাসান মুঠো ফোনে জানান সুষ্ঠ নির্বাচনের জন্য আমার সকল প্রস্ততি প্রায় শেষের দিকে । ভোট কেন্দ্রে যদি কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে