পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার খান আবি শাহানুর খান ৫ জন মেয়র, ৪১ জন কাউন্সিলর এবং ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর চাহিদার ভিত্তিতে প্রতীক বরাদ্দ করেন।
রিটানিং অফিসার কার্যালয় সূত্রে জানাযায়, মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম কে মোবাইল ফোন প্রতীক, মহিউদ্দিন আহম্মেদ কে জগ প্রতীক, আবুল কালাম আজাদ কে রেলইঞ্জিন, এনায়েত হোসেন কে নারিকেল গাছ এবং নাসির উদ্দীন খান কে কম্পিউটার প্রতীক বরাদ্দ করা হয়।
আগামী ৯ মার্চ ইভিএম এর মাধ্যমে পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।
জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার খান আবি শাহানুর খান বলেন, সকল প্রতিদ্বন্ধী প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে বলা হয়েছে। কোন প্রার্থী আচরনবিধি অমান্য করে প্রচারণা চালালে কমিশনের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
যাযাদি/ এস