শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কৃষকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ১২:১৮
ছবি-যায়যায়দিন

বাঁশখালী উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস সওদাগর ও তার পিতা ইদ্রিস সওদাগরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা কৃষক লীগ।

সোমবার (১৩ মে) বিকেলে বাঁশখালী উপজেলার বানীগ্রাম বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাঁশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা কৃষক লীগের সভাপতি ভিপি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধনপুর ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, ১নং ওয়ার্ড আ. লীগের সভাপতি ওসমান গনি, ২নং ওয়ার্ড আ. লীগের সভাপতি রেজাউল করিম, ৩নং ওয়ার্ড আ. লীগের সভাপতি ফরিদ উদ্দীন মিয়াজি, ৫নং ওয়ার্ড আ. লীগ সভাপতি স্বরাজ ভুট্টাচার্য্য সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল আলম, ৫নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ, উপজেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক আবদুল মজিদ, সাধনপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক রশিদ আহমদ, মো. রাহাদুল আলিম রিয়াদ, ডাঃ এম.এ হায়দার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি আমরা। এতে কৃষক লীগের একজন কর্মীর গায়ে থেকে যদি এক ফোটা রক্ত ঝরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের সহকর্মী আহত হয়েছে বলে আমরা আপনাকে আহত করবো নাহ। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের আশ্রয় নিবো। শিগগিরই আমরা জেলা থেকে কর্মসূচি ঘোষণা করবো। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে