রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মানু মজুমদার আর নেই         

দুর্গাপুর  (নেত্রকোনা) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ১৩:২৪
ছবি-যায়যায়দিন

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মানু মজুমদার আর বেঁচে নেই। মঙ্গলবার আনুমানিক দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। স্ত্রী,তিন মেয়ে,নাতী নাতনী,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মানু মজুমদার নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু কে সহপরিবারে হত্যার পর এর প্রতিবাদে কলমাকান্দায় আন্দোলন গড়ে তুলেন মানু মজুমদার। ১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত একান্ত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে