বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হামলার শিকার হান্নান মাসুদ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৪ মার্চ ২০২৫, ২৩:০৫
আপডেট  : ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৪
হামলার শিকার হান্নান মাসুদ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ
ছবি : যায়যায়দিন

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে এনসিপি'র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর রাত ৩টা পর্যন্ত উভয় পক্ষ বাজারে অবস্থা নেয়।

পরে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের অনুরোধে দুই পক্ষের নেতাকর্মীরা বাজার থেকে ফিরে যান।

সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দিনভর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সন্ধ্যায় হান্নান মাসউদের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরাজাহাজমারা বাজারে মিছিল বের করেন। একই সময় কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরাও মিছিল বের করেন।

দুটি মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে

হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে মাসউদ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বাজারের পূর্বপাশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন।

এভাবে বাজারের দিন তিনি প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হান্নান মাসউদের মাথায় ইট পড়ে তিনি আহত হন।

হান্নান মাসউদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় তিনিসহ জাতীয় নাগরিক পার্টির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা হান্নান মাসউদের গাড়ি ভাংচুর করে এবং ৫ থেকে ৭টি মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে হাতিয়া উপজেলা যুবদলের সাবেল যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন অভিযোগ করেন, সন্ধ্যায় উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিএনপির নেতকর্মীরা জাহাজমারা বাজারে মিছিল বের করেন।

বাজারের পশ্চিম দিক থেকে মিছিলটি পূর্বদিকে গেলে হান্নান মাসউদের উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে একই সময় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি পাল্টা পাল্টি মিছিল বের করে।

এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর হান্নান মাসউদ তার দলের নেতাকর্মীদে নিয়ে বাজারের দিন সড়কে অবস্থান নেন। এ সময় বিএনপি ও নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে হান্নান মাসউদসহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এরপর রাত ৩টা নাগাদ দুইপক্ষ বাজারের দুইদিকে অবস্থান নেন। মাঝখানে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা অবস্থান নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেয়। পরে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এদিকে হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তাগণ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে