কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার।
বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ।
সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পালটা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা।
এ ছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম আরও জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।
দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।
ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করেছে। জবাবে পাকিস্তানও যেকোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে।