বিশ্বকাপ ফুটবলে নেই। কখনো খেলবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তারপরও ফুটবলে বাংলাদেশের উন্মাদনা দেখে ফিফা অবাক। সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে। এই খেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদযাপনের একটি ভিডিও টুইটারে প্রকাশও করেছে ফিফা।
এই ম্যাচে সেলেসাওদের দারুণ এই জয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকরা। তাদের এই উল্লাসের মুহূর্ত নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে ২টি ছবি সংযুক্ত করে একটি পোস্ট করে। যার ক্যাপশনে লিখা হয়েছে, ‘এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন। ’ ভিডিওটি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের দৃশ্য বলে জানা গেছে।
যাযাদি/ সোহেল