বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ০৩ জুন ২০২৩, ২১:২২
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সাচালক শাহীন শাহী (৩৮) একজন নিহত হয়েছে।

এঘটনায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহীন শহী উপজেলার বানিপাকুরিয়া গ্রামের বুছা শেখের ছেলে। শনিবার (৩ জুন) সন্ধ্যা ৬টার উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের চরবানিপাকুরিয়া ইউনিয়নের বজরদ্দিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতর ব্যক্তিরা হলেন, অটো রিক্সার যাত্রী মেলান্দহের আব্দুর রহিমের মেয়ে গুলেছা (৪৫), ফারহান তানভীরের মেয়ে ছন্দা (২৮), হরিপুর গ্রামের রাসেলের মেয়ে রুমাইসা (২), জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেজাউল (৫০), মাছিমপুর গ্রামের নুরুল ইসলাম (৫২), মালগুদাম এলাকার নাছির সরকারের ছেলে রানা সরদার(৩৫)।

জানাগেছে, শনিবার সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা চালক শাহীন শাহী ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসের রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্রো-গ ১৫-৭৬০৪ ) পরে মাইক্রোবাসের সাথে অন্য আরেকটি অটোরিকশার ধাক্কায় লাগে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়া যায়।

পরে অটোরিকশায় যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানা সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যায়যায়দিনকে বলেন, মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। নিহত ও আহতরা আসলে তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে