শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম অফিস
  ২২ আগস্ট ২০২৩, ১০:০৮

চট্টগ্রাম নগরী আখতারুজ্জামান ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা আল ইমরান ইফতি ও তার বান্ধবী নাহিদা নিহত হয়েছেন।

সোমবার রাত (২০ আগস্ট) দশটার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জি সি মোড়ের মধ্যবর্তী এলাকায় মোটরসাইকেলে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-নগরী সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার ছেলে মোঃ ইমরান (২৩) ও তার বান্ধবী কক্সবাজার জেলার চকরিয়ার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। তারা দুজন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহত আল ইমরান ইফতি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাত্র সংসদের সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, রাত সাড়ে ১০ দিকে খুলশী থানাধীন ওয়াসা এবং জিইসি মোড় এর মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুইজন মোটরসাইকেল আরোহীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে