বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫০
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দেবদাস মল্লিক (৪০) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার নেছারাবাদ ইউনিয়নের পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটর সাইকেলে করে সদর উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন দেবদাস মল্লিক। পথিমধ্যে শহরতলীর ফকিরকান্দি এলাকায় পৌছালে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই কর্মকর্তা। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে