শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর পতন অব্যাহত শেয়ারবাজারে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ মে ২০২২, ১৮:০২

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (২৫ মে) দর পতন অব্যাহত রয়েছে এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ইউনিটের দর পতন হয়েছে

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক পয়েন্ট কমে হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক পয়েন্ট কমে হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে

ডিএসইতে মোট ৩৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ৭৬ কোম্পানির এছাড়া, দরপতন হয়েছে ২৫০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের

ডিএসইতে মোট ৫১৩ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬০ কোটি ৮৪ লাখ টাকা

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৯৬ পয়েন্টে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট কমে ১৮ হাজার ১৬২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে

সিএসইতে ২৬৮ কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত আছে ৩০টির দিন শেষে সিএসইতে ১৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে