শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্জার পেইন্টসের পর্ষদ সভা আজ

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৩, ১৩:০৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৭৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬০৭ কোটি ৮১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১ হাজার ৩৪২ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৭ কোটি ৩৩ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির ২০৪ কোটি ৮০ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে কোম্পানিটির, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০০ কোটি ২৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৬, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৩ টাকা ১৮ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫৮ টাকা ৯১ পয়সায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে