শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেন ব‌্যাট করলেন না আফিফ?

যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৪০
ছবি: সংগৃহীত

নিয়মিত তিনে ব‌্যাটিং করে আসছিলেন আফিফ হোসেন। রানও পাচ্ছিলেন। তাকে পছন্দের পজিশন থেকে সরানোর কোনো কারণ ছিল না চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্সের।

কিন্তু মিরপুরে রংপুর রাইডার্সের দেওয়া ১৮০ রানের লক্ষ‌্য তাড়ায় আফিফকে দেখা গেল না তিন নম্বরে। শুধু তিনে কেন, ১৬.৩ ওভারে ১২৪ রানে অলআউট হওয়া ম‌্যাচে বাঁহাতি ব‌্যাটসম‌্যান ব‌্যাটিংয়েই নামলেন না।

খোঁজ নিয়ে জানা গেল, ম‌্যাচের মাঝপথে জ্বর আসায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে ফেরত পাঠানো হয় হোটেলে। এজন‌্য ব‌্যাটিংয়ে নামতে পারেননি এ ব‌্যাটসম‌্যান। ১৬ ওভার পর্যন্ত ড্রেসিংরুমেই ছিলেন আফিফ।

দলের ম‌্যানেজার ফাহিম মুনতাসির এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ম‌্যাচ চলাকালীন আফিফের জ্বর এসেছিল। তাই তাকে ফিল্ডিং থেকে তুলে নেওয়া হয়। হোটেলে পাঠানো হয়েছে। সেখানে বিশ্রামে রয়েছে।’

ব‌্যাট না করলেও আফিফ বল হাতে ২ ওভার হাত ঘুরিয়েছিলেন। রান দিয়েছিলেন ১৩।

চট্টগ্রামের হয়ে রান তোলায় দ্বিতীয় স্থানে আছেন আফিফ। ৬ ইনিংসে ৪৭.৭৫ গড়ে রান করেছেন ১৯১। স্ট্রাইক রেট ১২০.৮৮। ৫৫ রানে হেরে যাওয়া ম‌্যাচে আফিফের অনুপস্থিতিতি নিশ্চিতভাবেই ভুগিয়েছে চট্টগ্রামকে। ৭ ম‌্যাচে এটি তাদের পঞ্চম হার। তারা জিতেছে কেবল ২টিতে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে