শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ইউরোর মূল পর্বে কোয়ালিফাই করল ইতালি

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ১৩:২৫
ইউরোর মূল পর্বে কোয়ালিফাই করল ইতালি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে কেবল একটি পয়েন্টই প্রয়োজন ছিল ইতালির। ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে এই সমীকরণ মিলিয়ে ফেলে জার্মানিতে হতে যাওয়া আসরের টিকিট নিশ্চিত করেছে আজ্জুরিরা। শেষ রাউন্ডের পর যদিও ইউক্রেন ও ইতালির পয়েন্ট সমান ১৪। তবে প্রথম লেগের সাক্ষাতে ২-১ গোলে জিতেছিল ইতালি।

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় কপাল খুলে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে প্লে-অফ খেলে মূল পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছে ইউক্রেনও। কাতার বিশ্বকাপের বাছাইয়ে প্লে-অফ হেরে কপাল পুড়েছিল ইতালির। ইউরো বাছাইয়েও তেমন কিছু শঙ্কা জাগলেও 'সি' গ্রুপের দ্বিতীয় হয়ে শেষ পর্যন্ত সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা ইতালির সামনে এখন শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

শেষ দুই ম্যাচ থেকে ইতালির দরকার ছিল ৪ পয়েন্ট। তিন দিন আগে নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলে উড়িয়ে বড় জয় পায় তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ইউক্রেনের সঙ্গে ড্র করে স্বস্তির এক পয়েন্ট পেয়েছে ইতালি।

জার্মানির লেভারকুসেনে আক্রমণ-পাল্টা আক্রমণে চলেছে ম্যাচজুড়ে। দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। ইতালির পায়ে বলের দখল ছিল ৫৯ ভাগ। আক্রমণেও অবশ্য এগিয়ে ছিল ইতালিই। তবে ১৭ শটের মধ্যে মাত্র দুইটি লক্ষ্যে রাখতে পারে তারা।

আর ৭ শটের চারটিই লক্ষ্যে ছিল ইউক্রেনের। গ্রæপের অন্য ম্যাচে মাল্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল ইংলিশরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে