বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

যাযাদি ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:২৭
বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিরতি নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক দলনেতা।

‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকার এবারের বিপিএলে খেলা নিয়ে নানা বিতর্ক চলছিল। এ ছাড়া তার দল সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে। দলের যখন এই অবস্থা, তখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেটের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

সিলেট অবশ্য পুরো আসরে জন্য মাশরাফি ছাড়ছে না। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে