দেশ সেরা ব্যাটার তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। প্লে-অফে বরিশালের হয়ে তিন ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার।
এমনকি বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পিছিয়ে বিপিএল ফাইনালে খেলেন তিনি। তবে, ক্রিকেটের প্রতি টান নয় আর্থিক দিক বিবেচনায় বিয়ে পিছিয়েছেন মিলার, বলে দাবি সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের।
গত ১০ মার্চ দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে তিন দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। তবে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের নতুন ইনিংসটি আরও অনেক আগেই শুরুর কথা ছিল। সেটা পারেননি বাংলাদেশে বিপিএলে খেলতে আসায়। মিলারের দল ফরচুন বরিশাল ফাইনালে না উঠলে বিয়েটা পরিকল্পনা অনুযায়ীই হতো। দল ফাইনালে ওঠায় তাই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।
পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম দ্য প্যাভিলিয়নে আকরাম বলেছেন, ‘একটা তথ্য জানতে পেরেছি। কারণ, আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি। জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার দেড় লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা) প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে। ’
উল্লেখ্য, গত ১ মার্চ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল। মিলার বিয়ে করেন ১০ মার্চ। দীর্ঘ দিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করেন এই বাঁহাতি ব্যাটার । কেপটাউনে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। ক্যামিলা হ্যারিস পেশায় একজন পোলো খেলোয়াড়।
যাযাদি/ এস