আয়ারল্যান্ডের মতো শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ায় ভীষণ ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক রামিজ রাজা। এমন বর্ণহীন পারফরম্যান্সের পর আসছে টি২০ বিশ্বকাপে উত্তরসূরিদের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি২০ খেলছে পাকিস্তান। ডাবলিনে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচেই ৫ উইকেটে হেরে গেছে তারা। তাদের ১৮২ রান এক বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিক দল।
ম্যাচে পাকিস্তানের হয়ে একমাত্র ফিফটি করেন বাবর। ১ ছক্কা ও ৮ চারে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। টি২০তে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে বসেন ভিরাট কোহলির পাশে। সঙ্গে সাইম আইয়ুবের ২৯ বলে ৪৫, ইফতিখার আহমেদের ১৫ বলে ৩৭ ও শাহিন শাহ আফ্রিদির ৮ বলে ১৪ রানের সুবাদে লড়ার মতো পুঁজি পায় পাকিস্তান। কিন্তু বোলাররা পারেননি দলকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে। আইরিশদের জয়ের নায়ক অ্যান্ডি বালবার্নি ২ ছক্কা ও ১০ চারে ৫৫ বলে করেন ৭৭ রান। রোমাঞ্চ-উত্তেজনা ছড়ানো ম্যাচটির ফয়সালা হয় শেষ ওভারে।
ম্যাচটিতে দলের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন রামিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নিজের ইউটিউব চ্যানেলে দলের ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাত দিতে পারেন না। তাদের শরীরী ভাষা দুর্বল মনে হয়েছে। এমন কম্বিনেশন তৈরি করেছেন যে, সেটাই দলে প্রভাব ফেলেছে। এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে? আপনি দলের সামর্থ্য জানেন। তারপরও তাদের থেকেই ভারত, অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স চান কিংবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।’
আইরিশদের বিপক্ষে পাকিস্তানের বাকি দুই টি২০ মাঠে গড়াবে রোববার ও মঙ্গলবার। বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইংল্যান্ড সফরে আরও চারটি টি২০ খেলবে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৬ জুন বৈশ্বিক আসরে পথচলা শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা ৯ জুন।
যাযাদি/ এস